Piyel Chowdhury Pran

MBBS 4th year(45th Batch)
Sir Salimullah Medical College,
Dhaka, Bangladesh

শুরুটা হয়েছিল ২০১৩ সালের ফেব্রুয়ারির কোন একটা দিনে। আমি আর আমার কয়েকজন বন্ধুদের নিয়ে স্যারের কাছে শুরু করেছিলাম। প্রথম শুরু করেছিলাম তাই স্যার কেমন পড়াবে অথবা আমাদেরকে কেমনভাবে নিবে তা নিয়ে কিছুটা সংশয় ছিল। স্যারের কাছে আমাদের প্রত্যাশা যতটুকু ছিল তার থেকে বেশিকিছুই আমরা পেয়েছিলাম। মুকুল নিকেতনে ক্লাস ৯ এর দিনগুলো খুব বেশি একটা ভাল কাটেনি। ফিজিক্স অথবা কেমিস্ট্রির মত বিষয়গুলো আমার কাছে সহজবোধ্য ছিলনা। পড়ার মাঝে কোন আনন্দ খুঁজে পাচ্ছিলাম না। এর মাঝে স্যারের কাছে শুরু করি।স্যার খুব কঠিন বিষয়গুলোকে খুব সহজভাবে আমাদের কাছে উপস্থাপন করছিলেন। ফিজিক্স কেমিস্ট্রির মত বিষয়গুলো যে এত সহজ হতে পারে তা হয়ত স্যারের কাছে না এলে বুঝতে পারতাম না। স্যার আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিতেন সামনে এগিয়ে যাওয়ার জন্য। আমাদের মনে যত প্রশ্ন থাকত সব আমরা স্যারের কাছে করতাম। আমরা পড়াটাকে খুব উপভোগ করতাম। এক ঘণ্টা সময় কিভাবে যেত তা আমরা টের পেতাম না। একটা বছর খুব দ্রুত কেটে গিয়েছিল। স্যার শুধু আমাদেরকে একাডেমিক বিষয়গুলো শিখাননি। একজন পরিপূর্ন মানুষ হিসেবে নিজেকে তৈরি করা যায় সেই শিক্ষা আমাদেরকে দিয়েছেন। স্যার খুব উদার মনের মানুষ ছিলেন। স্যার এর কাছে না গেলে হয়তবা আমি এই জায়গায় আসতে পারতাম না । উপরে উঠার সিড়িটা স্যার আমাকে দেখিয়ে দিয়েছিলেন। উনি আমার জীবনের অনুপ্রেরণা হয়ে থাকবেন সবসময় এর জন্য। শুভকামনা রইল স্যারের জন্য আর ‘Muthoschool-মুঠোস্কুল এর জন্য।