Md. Kayser Abedin
B.Sc in Mechanical Engineer BUET( 14 Batch)
M.Sc in Mechanical Engineering at
BUET.
Co- Ordinator at “Bangladesh Physics Olympiad ”
Email: [email protected]






A good teacher can inspire hope, ignite the imagination & instill a love of learning. __Brad Henry.
হারুন স্যার, আপনি শুধু আমার শিক্ষকই না, আপনি আমার জীবনে বুয়েটে চান্স পাওয়ার ক্ষেত্রে একজন অভিভাবক হিসাবে পাশে ছিলেন। বিভিন্ন স্যারের কাছেই পড়ছি, কিন্তু আপনার physics & Chemistry এর কিছু টেকনিক অনেক কাজে দিসিল। আমার ছোট ভাইও আপনার খুব ভক্ত। পড়াটাকে অনেক সহজে মনে রাখা & আয়ত্ত করা আপনার কাছ থেকেই শিখেছি। আর আপনি আমাদেরকে বন্ধু মনে করে পড়াতেন,এটা আমার খুব ভাল লাগত। যেকোন সমস্যা হলে আপনাকে সবসময় পাশে পেতাম, রাত ১২ টার সময়ও আপনার কাছে টেস্ট পেপার সল্ভ করতে চলে আসতাম। আর আপনি মানুষ হিসেবেও অনেক ভাল, একজন ভাল শিক্ষক & মানুষ হিসেবে আপনি অতুলনীয়। স্টুডেন্ট কীভাবে পড়াইতে হয়, কীভাবে একটা কঠিন ম্যাথ সহজ করে বুঝাইতে হয় তা আপনার কাছ থেকেই শিখছি, যার কারণে BUET life এ প্রত্যেক বছর “Adventure HSC Physics Private program” এ প্রায় ৫০০ স্টুডেন্ট পড়ায়ছি। আপনাদের মত শিক্ষক জীবনে একজন পাইলেই যথেষ্ট, যিনি একইসাথে শিক্ষক, বড় ভাই, অভিভাবক হিসাবে আমাকে এই পর্যায়ে আসতে সাহায্য করছেন। আর আপনার “Muthoschool – মুঠোস্কুল ” Online program স্টুডেন্টদের অনেক help করবে বলে আমার বিশ্বাস। তবে বর্তমানে প্রযুক্তির এই যুগে online program অনেক competitive. আর এটা জানি আপনি challange নিতে ভালবাসেন, আশা করি এটা অনেক ভাল একটা অবস্থান তৈরী করবে। এখানে Quiz এর সিস্টেমটাও আমার কাছে অনেক ভাল একটা পদক্ষেপ মনে হইছে।
Website টিতে খুব সহজেই question & solution পেতে পারো। তোমরা প্রত্যক্ষ পরোক্ষভাবে “Muthoschool- মুঠোস্কুল ” এর পাশে থেকে নিজেরাও উপকৃত হও, Share like comment করে অন্যদেরও উপকারে সাহায্য করার অনুরোধ রইল। আর যারা ক্লাস ৮/৯/১০ পড় , তারা একদিন স্যারের ক্লাস করেই দেখ, স্যার কত সহজভাবে একটা কঠিন জিনিসকে shortcut technique দিয়ে সুন্দর করে বুঝায়।
স্যার আপনার পড়ানোর style আমার অনেক স্টুডেন্টদের কাছেই গল্প করি। আপনি সবসময় সুস্থ থাকেন এই দোয়া করি আর আরো দীর্ঘ সময় সবার উপকারে কাজ করে যান।
আর আমার জন্যে দোয়া করবেন যাতে একজন ভাল মানুষ হিসেবে& ভাল একজন Engineer হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারি।